কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকা সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।

এ সময় একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে, ইয়াবা চোরাকারবারি কাউকে আটক করতে পারেনি তারা।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। গতরাত ১২টার দিকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তীরের দিকে আসতে থাকে। এ সময় কোস্টগার্ডের ওই দলটি নৌকাটিতে অবস্থান করা লোকজনকে থামার নির্দেশ দেয়। তবে চোরাকারবারিরা নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড বাহিনী নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেটের সন্ধান পায়।

এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।ভাসমান উক্ত নৌকা ও জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।