ফুটবলে বিশ্বকাপ জয়ী ফ্রান্স হটিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে এসেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। পয়েন্টের উন্নতি না হলেও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

চলতি মাসের শুরুতে মারাকানা স্টেডিয়ামে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের নবম কোপা শিরোপা জয় করে ব্রাজিল। ফ্রান্স তিন নম্বরে নেমে গেলেও বেলজিয়াম যথারীতি শীর্ষে আছে।

সবচেয়ে বেশি উন্নতি করেছে আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন আলজেরিয়া। ২৮ ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান তাদের।

গত জুনে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩ তে। এখন ১৮২। আগের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯২২। এখনও সেই ৯২২।

ফিফার শীর্ষ দশ দল: ১. বেলজিয়াম, ২. ব্রাজিল, ৩. ফ্রান্স, ৪. ইংল্যান্ড, ৫. উরুগুয়ে, ৬. পর্তুগাল, ৭. ক্রোয়েশিয়া, ৮. কলম্বিয়া, ৯. স্পেন, ১০. আর্জেন্টিনা।