জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 522 বার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে বাসের ভেতরেই মৃত্যু হয়েছে ইকরাম হোসেন (৪০) নামে একজন নিরাপত্তা কর্মীর।
ঢাকা থেকে নড়াইলগামী হানিফ পরিবহনের বাসে ইকরামুল শেখ বাড়ী ফিরছিলেন । বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গাড়ির সিটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইকরামুল সদরের ছাগলছিড়া গ্রামের জব্বার শেখের ছেলে এবং ঢাকায় সিকিউরিটি গার্ডে চাকুরি করতেন।
সংশ্লিষ্ট হানিফ পরিবহনের সুপারভাইজারসহ নড়াইল কাউন্টারের কর্মকর্তারা জানান, ইকরামুল শেখ অসুস্থ শরীর নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলের উদ্দেশ্যে গাড়িতে উঠেন। পথেও তিনি অসুস্থবোধ করেন। তার পাশের যাত্রীসহ সুপারভাইজার মাঝে-মধ্যে তাকে দেখাশোনাও করেন। এ পরিস্থিতিতে রাতের যে কোনো সময় তার মৃত হয়েছে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
মৃত ইকরাম হোসেনের চাচাতো ভাই কবির হোসেন গনমাধ্যমেকে জানান, ইকরাম ঢাকায় তিনি একা থাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় দেখাশোনার কেউ ছিলো না। সুস্থ্য হয়ে ফের চাকুরীতে ফিরে যাবেন এমন আশা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। কিন্তু আজ ভোরে জানতে পারলাম তিনি গাড়ীতেই মারা গেছেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, ইকরামুলের মৃত্যুর জন্য তার পরিবার কাউকে দায়ী করেননি। পরিবার পুলিশকে জানিয়েছে, ইকরামুল ঢাকায় থাকাকালীন কয়েকদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। জ্বর কিছুটা কমলে বুধবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে (নড়াইল) আসার জন্য রওনা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়। ইকরামুল ঢাকায় সিকিউরিটি গার্ডে চাকুরি করতেন।
Leave a Reply