অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ১৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 372 বার
বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের সালিশী বৈঠক চলাকালে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বাড়ী ঐ ইউনিয়নের মিয়াপুর গ্রামে। ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মনির হোসেনকে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমানের সহযোগীতায় ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারের আধ ঘন্টা পরে চেয়ারম্যান মোবাইল ফোনে জানায় যে, ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্নে পরিত্যাক্ত স্থানে একটি অস্ত্র পড়ে আছে। তাৎক্ষনিক একজন দারোগার মাধ্যমে ঘটনাস্থল থেকে একটি পুরনো মরিচা পড়া পাইপগান জাতীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রটি গ্রেফতারকৃত মনির হোসেনের কি না তাহা গভীর তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমান জানান, আটক হওয়া যুবক একজন চিহ্ণিত সন্ত্রাসী। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এছাড়াও কোন অস্ত্রধারী, চাঁদাবাজ, মাদক কারবারী সহ কোন অপরাধী ধরা হলে এদেরকে ছাড়িয়ে নিতে না পেরে একটি চক্র নানা রকম অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে।
স্থানীয় চেয়ারম্যানের প্রতিপক্ষ একটি সূত্র জানায় দীর্ঘ কয়েক মাস ধরে চেয়ারম্যান আনিসুর রহমানের সাথে মিজান ও জিঠুর সাথে সালিশ সহ বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকায় একে অপরকে ঘায়েল করার লক্ষ্যে কথিত আটকের ঘটনা সৃষ্টি করা হয়। ঘটনার দিন রাতে চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ পূর্ববাজারের আশ-পাশ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
Leave a Reply