ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ।
আজ মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে দেশে ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল, এটি বর্তমানে নয় কোটি ৪৪ লাখে পৌঁছেছে।
মন্ত্রী বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের দামও কমিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, টেলিটক ইন্টারনেট সেবার মূল্য অনেক হ্রাস করেছে। ২০১৮ সালে ১ জিবি ইন্টারনেটের সেবা মূল্য ছিল ২২১ টাকা। বর্তমানে সেটি সর্বসাধারণের জন্য ৪৬ এবং ছাত্রদের জন্য ৪৩ টাকা (৩০ দিন মেয়াদী) নির্ধারণ করা হয়েছে