সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ট্যাব,স্মার্টফোন,ল্যাপটপ এর চাহিদা। বিশেষ করে স্মার্টফোন ছাড়া এক মুহুর্ত ভাবতে পারেন না আজকের প্রজন্ম।
শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব ৷ আর তার জেরে স্মার্টফোন,ট্যাব এর চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ আপনার স্মার্টফোন অথবা ডিভাইস এর চার্জফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধান করতে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক। প্রজন্মের চাহিদাপূরনে বাজারে রয়েছে বিভিন্ন ডিজাইন,বিভিন্ন দামের পাওয়ার ব্যাঙ্ক। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান হোন ৷ কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন।
১. পাওয়ার ব্যাংক কেনার আগে এর ওয়ারেন্টি আছে কিনা দেখে নিন।
২. একেবারে কম দামে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৩. বাজারে এখন নকল পাওয়ার ব্যাংক পাওয়া যায়। ই-কমার্স সাইট থেকে পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৪. পাওয়ার ব্যাংকের বড় সমস্যা হলো ‘অ্যাম্পিয়ার’ ঠিক না থাকা। পণ্যটি রিফ্রাবিশড কি না দেখে নিন।
৫. ফোনের ব্যাটারির চেয়ে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কিনুন।
৬। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ।
পাওয়ার ব্যাংক কেনার আগে তা ধাতব কাঠামোর তৈরি কি না এবং তাতে লিথিয়াম পলিমারের ব্যাটারি আছে কি না তা দেখে নিন। বাজারে লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাংকও রয়েছে। তবে লি-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাংক ভালো। ওয়ারেন্টি আর ব্যান্ডের পাওয়ার ব্যাংক কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই।