বিদেশ | তারিখঃ জুলাই ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 651 বার
বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ভারতের দিল্লি। আর সবচেয়ে দূষিত শহর গুরুগ্রাম। সম্প্রতি বিশ্ব পরিবেশ সংস্থা গ্রিনপিসের দক্ষিণ এশীয় শাখা এই তথ্য জানিয়েছে। বিশ্বের প্রায় ৩ হাজার শহরের বাতাস কতটা অস্বাস্থ্যকর—জানতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি নজরদারি সংস্থার নথিপত্র খতিয়ে দেখে আইকিউ এয়ার ভিসুয়াল ২০১৮ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। এই রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদন অনুসারে বিশ্বের দূষিততম শহরের তালিকায় প্রথম দশে রয়েছে ভারতের মোট সাতটি শহর। আর তার মধ্যে বেশিরভাগই রাজধানী দিল্লিসংলগ্ন শহর। বাতাসে ভাসমান ধূলিকণার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে গুরুগ্রাম। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.৮ মাইক্রোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে গাজিয়াবাদ। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.২ মাইক্রোগ্রাম। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১২৯.১ মিলিগ্রাম হওয়ায় চতুর্থ স্থানে রয়েছে ফরিদাবাদ। বিওয়াড়ি (১২৫.৪), নয়ডা (১২৩.৬), পাটনা (১১৯.৭) এবং লখনৌ (১১৫.৭) রয়েছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম স্থানে। খবর :আনন্দবাজার পত্রিকা।
Leave a Reply