কৃষি কথা | তারিখঃ জুলাই ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 523 বার
বাসক পাতা চাষ করে লাভবান হচ্ছে বড়গুনার পাথরঘাটার প্রায় দেড়শো পরিবার। ৪০ টাকা কেজিতে এগুলো কিনে নিচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি। সরকারের সহযোগিতা পেলে এ সব পাতা রফতানি সম্ভব বলে মনে করেন কৃষকরা।
২০১২ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বরগুনার পাথরঘাটায় বাসক পাতা চাষ প্রকল্প হাতে নেয়। পরীক্ষামূলকভাবে সদর ও বামনা ডৌয়াতলা ইউনিয়নের রাস্তা ও বাড়িঘরের আশপাশে অব্যবহৃত জায়গায় রোপণ করা হয় চারা। তিন মাস পরই শুরু হয় পাতা তোলার কাজ।
ওষধি এই পাতার চাহিদা দেখে, বাড়তি আয়ের লক্ষ্যে অনেকে এর চাষাবাদে আগ্রহী হয়ে ওঠেন। এ পর্যন্ত তারা বিক্রি করেছেন ১০ হাজার কেজির বেশি। যা থেকে আয় হয়েছে ৪ লাখ ৮৬ হাজার টাকা।
বাণিজ্যিকভাবে বাসক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানায় কৃষি বিভাগ। সরকারের সহযোগিতা পেলে, বাসক পাতা রফতানি সম্ভব বলে জানান চাষী ও সংশ্লিষ্টরা। এতে আরও ভালো দাম মিলবে বলে মনে করেন তারা।সূত্রঃএকুশে টিভি
Leave a Reply