অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 375 বার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮টি স্বর্ণের বারসহ এক চীনা নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক ওই ব্যক্তির নাম শি আনঝু। রোববার বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকা আসেন তিনি।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে আসা চীনা যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে জানতে পেরে নজর রাখা হয়। এক পর্যায়ে ওই যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়। কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায়।
পরে তার ল্যাগেজ থেকে তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৩ হাজার ২৫০ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের দাম প্রায় ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।
Leave a Reply