বিনোদন | তারিখঃ মে ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1463 বার
সম্প্রতি ফেসবুকে পরীমণির মেহেদি রাঙা হাতের একটি ছবির পোস্টকে কেন্দ্র করে ভক্তরা নড়েচড়ে বসেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, সামনে কোনো একটা খবর আসছে…। রাঙা ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কানে লম্বা দুল, গলায় হার। দুহাতে মেহেদীর আল্পনা ও কাঁচের চুড়ি। গায়ে লাল বেনারসী। এমনই দুটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন নায়িকা পরীমণি।এমন সাজ পরীর ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও পরীমণি জানালেন আসল রহস্য। ছবি দুটি আসলে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের। তিনি বলেন, ‘আমি বর্তমানে কলকাতায় আছি। সেখানে রাঙা মেহেদীর বিজ্ঞাপনচিত্রের শুটিং করছি। হাতের আল্পনার ডিজাইনটা সুন্দর লাগায় ফেসবুকে শেয়ার করেছি। আর কিছু না।’
Leave a Reply