জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। ৪০তম ঋণ প্যাকেজের আওতায় এ সহায়তা দিয়েছে সংস্থাটি। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে গতকাল এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি ঋণ চুক্তি ও বিনিময় নোট স্বাক্ষর হয়েছে। ঋণ চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ হিতোয়েশি হিরাতা। বিনিময় নোট স্বাক্ষর করেন মনোয়ার আহমেদ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুতের অব্যাহত চাহিদা পূরণের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। প্রকল্পের মেয়াদ ২০১৪ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রকল্পের মোট ব্যয় ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে জাপান পর্যায়ক্রমে ঋণ সহায়তা হিসেবে ২৮ হাজার ৯৩৯ কোটি টাকা দেবে।
মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যুৎ উৎপাদন ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন আমাদের জন্য প্রয়োজনীয় দুটি বিষয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রকল্পগুলো বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ মনিটরিংয়ের কারণে জাপানি প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে।
হিরোয়েশি ইজুমি বলেন, বাংলাদেশ এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশটির অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা দিতে পেরে জাপান গর্বিত। বাংলাদেশের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মাতারবাড়ী এলাকায় বিদ্যুৎ শিল্প হাব গড়ে উঠছে। সেগুলোয় সহায়তা দিচ্ছে জাইকা। প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একদিকে যেমন বিদ্যুতের চাহিদা পূরণ হবে, অন্যদিকে দক্ষ জনশক্তিও গড়ে উঠবে।
মাতারবাড়ী প্রকল্পের পরিচালক এনএম ওবায়দুল্লাহ জানান, চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ছিল ১৫ শতাংশ। তবে মে পর্যন্ত প্রকল্পের ১৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
Leave a Reply