অপরাধ সংবাদ | তারিখঃ জুন ১৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 319 বার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ওরফে রিটনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার চারকাওনা নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল, নয় পিচ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলের লক ভাঙার একটি চাবি উদ্ধার করা হয়। সে উপজেলার চালিয়াগোপ গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আসাদুজ্জামান ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পাকুন্দিয়া থানার ওসি মুঠোফোনে তাদের জানান, চরকাওনা নতুন বাজারে আমিনুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার পাশে কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ সংবাদের ভিত্তিতে এসআই মো.আসাদুজ্জামান অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ উপস্থিত জনতার সহযোগিতায় লিটনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর দুজন পালিয়ে যায়।
পরে পুলিশ তার কাছে মোটরসাইকেলের বিষয়ে জানতে চাইলে সে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় উপস্থিত জনতার সামনে লিটনের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে নয় পিচ ইয়াবা ট্যাবলেট এবং বাম পকেট হইতে মোটরসাইকেলের লক ভাঙার একটি চাবি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মফিজুর রহমান জানান, ‘গ্রেফতারকৃত লিটন আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ সদর ও কাপাসিয়া থানায় মোটরসাইকেল চুরি, গণ-ধর্ষণ ও ইয়াবাসহ ৮টি মামলা রয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
Leave a Reply