রান্না বান্না | তারিখঃ জুন ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 848 বার
চিকেন কোরমা সাধারনত বিয়ে কিংবা বিশেষ উৎসব অনুষ্ঠানে তৈরী করা হয়। আবার চাইলে ঘরোয়া ভাবেও আপনি চিকেন কোরমা তৈরী করতে পারেন
উপকরণ : ১ কেজি মুরগির মাংস, ১ টেবিল চামচ আদা বাটা, ৩ টা বড় পেঁয়াজ চাক চাক করে কাটা, ধনিয়া গুঁড়া আধা চামচ, টক দই আধা কাপ, ভিনেগার কয়েক ফোঁটা, এলাচ ৪ টি, দারুচিনি ১টা, জিরা গুড়া ১ চামচ, লবণ স্বাদ মতো , তেল ১ কাপ , ধনে পাতা কুঁচি ২ টেবিল, কাঁটা মরিচ ৪ টা গোটা, চিনি সামান্য
প্রস্তুত প্রণালি : প্রথমে মাংসটা ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তেলে দিয়ে পেঁয়াজগুলো ভেজে একটা বাটিতে তুলে রাখুন। এখন কড়াইয়ে তেল দিয়ে মাংসটা কিছুক্ষণ ভাজুন। এতে ভাজা পেঁয়াজ, সব ধরণের মসলার গুঁড়া মসলা, ভিনেগার এবং লবণ দিন। মসলাগুলো ভালো ভাবে তেলে কষিয়ে তাতে টক দই, দেড় কাপ পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন। রান্নার মধ্যে এলাচ , দারুচিনি দিন। মাংস সিদ্ধ হলে কাঁচা মরিচ ও সামান্য চিনি দিয়ে নামিয়ে ফেলুন। পরিবেশনের আগে ধনে পাতা ছড়িয়ে দিন
Leave a Reply