জাতীয় স্বদেশ | তারিখঃ মে ১৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 310 বার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল জানিয়েছেন আগামী ১ জুলাই থেকেই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) দেওয়া যাবে । এজন্য এরই মধ্যে জার্মানির একটি কোম্পানির সঙ্গে সব ধরনের কার্যক্রমও শেষ করে আনা হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশেই ই-পাসপোর্ট ছাপা হবে। এজন্য কার্যক্রম গুছিয়ে আনা হয়েছে। আশা করি নাগরিকরা ১ জুলাই থেকেই ই-পাসপোর্ট পাবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে নাগরিকের যেমন ভোগান্তি থাকবে না, তেমনি কোনো তথ্য চুরিরও সুযোগ নেই।
ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ডিজি মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান, ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, ডিআইপির এডিজি সেলিনা বানু, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ২০১৭ সালে ই-পাসপোর্ট প্রকল্প শুরু হয়। তবে ২০১৮ সালে জুলাইতে সরকারের জি টু জি চুক্তির আওতায় জার্মান কোম্পানি ভেরিডোজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পাসপোর্ট অধিদপ্তর। সে অনুযায়ী গত বছরের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট বিতরণ শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়নি।
Leave a Reply