অপরাধ সংবাদ | তারিখঃ মে ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 477 বার
নারায়ণগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়েছে। অভিযানে দুদক কর্মকর্তারা যাকাত ফান্ড ও বিভিন্ন মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছেন।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা এক অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার (৯ মে) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার যাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আসে।
এরপর দুদক টিম সরেজমিন অভিযানে প্রাপ্ত তথ্যাবলী পর্যালোচনায় জানতে পারে, উল্লিখিত সহকারী পরিচালক যাকাত ফান্ড, জেলার প্রায় ১ হাজার ৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বিশদ অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছেন প্রণব কুমার।
Leave a Reply