বিদেশ | তারিখঃ এপ্রিল ২১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 605 বার
বাংলাদেশিসহ ৫৯ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে গ্রিসের পুলিশ।
শুক্রবার বিকেলে দেশটির থেসালোনিকি শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বের হাইওয়েতে একটি ট্রাক থামিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রিক পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজ এজেন্সি কোম্পানি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ট্রাকটিতে বুলগেরিয়া থেকে চুরি হওয়া একটি লাইসেন্স প্লেট থাকায় এটিকে থামায় গ্রিক পুলিশ। বুলগেরিয়া থেকে একাধিক লাইসেন্স প্লেট চুরি হওয়ার বিষয়ে অবগত ছিল তারা।
শনিবার গ্রিক পুলিশ জানায়, ট্রাকটিতে নিরোধক সামগ্রীর বেশ কয়েকটি বাক্সের পেছনে লুকিয়ে ছিল এই ৫৯ অভিবাসী।
এসব অভিবাসীর অর্ধেক সোমালিয়ার নাগরিক। এছাড়া আছে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ফিলিস্তিন ও সুদানের নাগরিক।
পুলিশ অভিবাসীদের বরাত দিয়ে জানায়, তাদের প্রত্যেকে তুরস্কে এক পাচারকারীকে এক হাজার ৫০০ করে ইউরো দেয়। এই পাচারকারী তাদেরকে নৌকায় গ্রিসে পৌঁছে দিতে ট্রাকটিতে উঠতে সাহায্য করে।
এই ঘটনায় বুলগেরিয়ার নাগরিক ৬১ বছর বয়সী ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply