অপরাধ সংবাদ | তারিখঃ মার্চ ১৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 404 বার
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ গ্রেফতার চীনের দুই নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- চেন জিফা (২৭) ও দিং শাউশেং (৩৫)।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুজ্জামান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরও আগে বুধবার আসামিদের স্বর্ণসহ আটক করা হয়। আসমিরা দুটি সোলার হোম সিস্টেমের ব্যাটারির ভেতর স্বর্ণগুলো নিয়ে এসেছিল।
সোলার সিস্টেমের ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৭৯ লাখ টাকা।
Leave a Reply