ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজ নেতাদের ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা। পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র সমাজের কোনো সংগঠনের কার্যক্রম চালানোর সুযোগ নেই।

শনিবার ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রচার প্রচারণা মিছিল বের করে ছাত্র সমাজ। এসময় মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসলে মধুতে অবস্থারত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। ডাকসু নির্বাচনে নিলয়-মামুন পরিষদ নামে প্যানেল দিয়েছে তার। জাতীয় রাজনীতিতে সক্রিয় জাতিয় পার্টির ছাত্র সংগঠন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য ১৯৯০ সালে জাতীয় ছাত্রসমাজকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। সম্প্রতি ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জাতীয় ছাত্রসমাজের নির্বাচনে অংশগ্রহণের খবরে ক্ষোভ জানায় ছাত্রলীগ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডাকসুর ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, প্রশাসনের মদদেই জাতীয় ছাত্রসমাজ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। ক্যাম্পাসে যেখানেই তাদের দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে।

এর আগে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী কাছে ছাত্র সমাজ নিষিদ্ধ কিনা জানতে চাইলে তিনি বলেন ‘প্রশ্নটি আপত্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্রসংগঠনের জন্ম দেয় না, কাউকে বাতিল বা অন্তর্ভুক্তও করে না৷