বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত-শিবিরকে নিবৃত্ত করা গেলেও রাজনৈতিকভাবে পরাজিত করা যায়নি। এরই মধ্যে তাদের জায়গা নিতে চাচ্ছে মোল্লাতন্ত্র, যাদের প্রধান পৃষ্ঠপোষক হেফাজত। দেশের মধ্যে চরম পশ্চাৎপদ ভাবনা প্রচার ছাড়াও তারা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজনে লিপ্ত রয়েছে।

গতকাল রবিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন এসব মন্তব্য করেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে মেনন আরো বলেন, ‘হেফাজতের আবদারে পাঠ্যপুস্তকে কুসুমকুমারীর কবিতাসহ রবীন্দ্রনাথ, দিজেন্দ্রলাল— সবাই নির্বাসিত হন। মনে হয়, আমরা পাকিস্তানের খাজা শাহাবুদ্দিনের যুগে ফিরে যাচ্ছি।’ তিনি বলেন, ‘শিক্ষার মূলধারায় তাদের (কওমি) ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা বিষবৃক্ষ রোপণ করছি কি না, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের কথা তুলে ধরে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সফল হলেও অভিজ্ঞতা সবক্ষেত্রে সুখকর নয়। বিএনপি-জামায়াত অংশ নিলেও নির্বাচনকে ভণ্ডুল করা, নিদেনপক্ষে জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার কৌশলই প্রয়োগ করেছে।’