সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় টাঙ্গুয়ার হাওরের অবস্থান৷ ছোট-বড় মিলিয়ে ১২০টি বিল আছে এ হাওরে৷ পরিযায়ী পাখি আর মাছের অভয়ারণ্য বিস্তীর্ণ এ জলাশয় জুড়ে৷ বর্ষায় পুরোটাই পানিতে ডুবে থাকলেও শীতে পানি কমতে থাকে৷ ১৪০টির বেশি প্রজাতির স্বাদু পানির মাছ আছে সেখানে৷
শীতের শুরু থেকে শেষ পর্যন্ত এ হাওরে বসে পাখিদের মিলনমেলা৷ তবে সম্ভবত ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখির দেখা মেলে৷ প্রতি বছর প্রায় ২০০ প্রজাতির পরিযায়ী পাখির সমাগম ঘটে৷ এছাড়া হাওরে বাস করে প্রায় ২০৮ প্রজাতির পাখি, ১৫০ প্রজাতির জলজ উদ্ভিদ, ৩৪ প্রজাতির সরিসৃপ ও ১১ প্রজাতির উভচর প্রাণী৷
যেভাবে যাবেন
ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ যেতে হবে৷ শহরের আগে অবস্থিত সুরমা সেতু থেকে লেগুনা কিংবা মোটরবাইকে যেতে হবে তাহিরপুর কিংবা সোলেমানপুর৷ এরপর সোলেমানপুর থেকে ইঞ্জিনের নৌকা করে টাঙ্গুয়ার হাওরে যাওয়া যাবে৷ হাওরে ঘোরার জন্যও আছে ইঞ্জিনের নৌকা৷
থাকার ব্যবস্থা
সুনামগঞ্জ জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইট বলছে, বেসরকারি ব্যবস্থাপনায় সেখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই৷ তবে সরকারি ব্যবস্থাপনায় তিন কিলোমিটার উত্তর-পূর্বে টেকেরঘাটের চুনাপাথর খনি প্রকল্পের রেস্ট হাউজে অবস্থান করা যেতে পারে৷ তবে চাইলে নৌকায়ও রাত কাটাতে পারেন৷
তত্থ্যসূত্রঃইন্টারনেট