অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ২৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 516 বার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চার ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১ এর একটি দল। তারা র্যাব পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই ও প্রতারণা চালিয়ে আসছিল।
রোববার ভোরে প্রতারক চক্রদের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ (পশ্চিমকালী) এলাকা থেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি মোবাইলসেট ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুল রহমান (২৫), শিমলাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহান ভূঁইয়া, মর্তুজাবাদ এলাকার আবু মিয়ার ছেলে নাজমুল হোসেন ও মর্তুজাবাদ এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাব্বি মিয়া।
র্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) সুজয় সরকার সাংবাদিকদের জানান, তাদের কাছে সংবাদ ছিলো একটি চক্র দীর্ঘদিন ধরে র্যাব পরিচয় দিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করে আসছিল। মাদারীপুরের সোহেল রানা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
Leave a Reply