কৃষি কথা, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ, ভিডিও গ্যালারি | তারিখঃ এপ্রিল ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1340 বার
স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে ছাত্রলীগ নেতার মারধরের ঘটনার ভিডিও ।
সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, নুরুল আজিম রনি দুই হাত জড়িয়ে ধরে কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে একটি কক্ষে নিয়ে আসেন। এ সময় নুরুল আজিম রনিকে ড. জাহেদ খানের মুখে কিল-ঘুষি মারতেও দেখা যায়। নুরুল আজিম রনির সঙ্গে ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মীও ওই কক্ষে প্রবেশ করেনন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এ সময় কিছু পুলিশ সদস্যকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে।
কলেজ অধ্যক্ষকে কিল-ঘুষি মারার বিষয়ে জানতে চাইলে ঘতনাটি ‘সাময়িক উত্তেজনার’ বশে ঘটে গেছে বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। তার ভাষ্য, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি ফি না দিয়ে চলে যেতে চাইলে অধ্যক্ষকে অফিসে বসিয়ে রেখে টাকা আদায় করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চাপ ও ঘটনার পারিপার্শ্বিকতায় তিনি উত্তেজিত হয়ে অধ্যক্ষকে কিল ঘুষি মেরে বসেন।
Leave a Reply