একটি বহুতল ভবনের ভেতর তুহিন নামের এক ব্যক্তির কাছে টাকা দাবি করার দায়ে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের কাজে বাধা দেয়া এবং হামলার অভিযোগে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ মিরনসহ ১৭জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম। তিনি আরো জানান, আযাদ প্রডাক্টস বিল্ডিংয়ের ১৮ তলায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ছাত্রলীগের কর্মীরা পুলিশের কাছে দাবি করেছেন, বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে তুহিন বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেন। তুষার নামের একজনের পাওনা টাকা উদ্ধারের কাজে যান মিরন। তখন এই মারধরের এই ঘটনা ঘটে।