বিনোদন | তারিখঃ জানুয়ারি ২৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 443 বার
সাম্প্রতিক অতীতে #মিটু ইস্যুতে মুখ খুলেছেন বলিউডের বহু তারকা। শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতা। কিন্তু রানি মুখোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল কিছুটা ভিন্ন সুর। মেয়েদের নিজেদের সচেতন হওয়ার কথা বলেছিলেন তিনি। আত্মরক্ষার বিষয়ে সওয়াল করেছিলেন। আর তাতেই সমালোচনা করেছিলেন নেটিজেনদের একটা অংশ। এ বার সেই একই সুরে কথা বললেন কঙ্গনা রানাওয়াত।
সম্প্রতি এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেন, ‘‘আমি সুরক্ষিত, এই মনোভাব হয়তো সব সময় ঠিক নয়। আর আমার সুরক্ষার দায়িত্ব অন্য কেউ নেবে, এটা ভাবাই তো ভুল! একবার বহু লোকের মাঝে আমার শরীরের নিম্নাংশে চিমটি কেটেছিল এক ব্যক্তি। তার পর সেই লোকটাই সোজা আমার দিকে তাকিয়েছিল। এমন একটা ভাব, যেন এ বার কী করবে তুমি? সুতরাং অন্যদের থেকে কী আশা করবেন আপনি?’’
তবে কঙ্গনা স্পষ্ট করেছেন, নিজেকে সুরক্ষিত করা মানে সব সময়ই মার্শাল আর্ট শেখা নয়। বরং ভরসাযোগ্য মানুষ খুঁজে বের করা। তিনি বন্ধু হতে পারেন, আত্মীয় হতে পারেন, পুলিশও হতে পারেন। ভয় না পেয়ে হেনস্থার কথা প্রকাশ্যে বলে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার কথা বলেছেন নায়িকা।
Leave a Reply