অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 684 বার
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় স্থানীয় সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা থানা এলাকার গল্লামারী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হেদায়েত হোসেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত। খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত ছিলেন তিনি। আজই তাঁদের কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। দুপুরে প্রেসক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছেন। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার পর একজনকে গ্গ্রেফতার করা হয়েছে।
ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, নির্বাচনের লিখিত ফলাফলের বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করায় রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ওই মামলা করা হয়েছে।
জানা গেছে, সংবাদটি ৩১ ডিসেম্বরের মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে। কাগজটির অনলাইন ভার্সন ও ঢাকা ট্রিবিউনের অনলাইনে প্রথমে ছাপা হলেও পরে সেটি আর দেখা যায়নি।
Leave a Reply