রোনালদোর ক্লাব ছাড়ার পর থেকে তার জায়গা পূরণে একের পর এক নাম শোনা যাচ্ছে। লিভারপুলের মোহামেদ সালাহও আছেন তালিকায়। নতুন খবর, মিশরীয় তারকাকে দলে পেতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। মিশরীয় মেসিকে পেতে লিভারপুলের জন্য মার্কো অ্যাসেনসিওকে দিতেও রাজি তিনি।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘এল গোল ডিজিটাল’ বলছে, মৌসুমের প্রথমার্ধ শেষে অ্যাসেনসিওকে নিয়ে পুরোপুরি খুশি নয় রিয়াল। কারণ, এই সময়ে ১ ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন স্প্যানিশ তারকা।

বিপরীতে লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে মৌসুমের প্রথমার্ধে সালাহ গোল করেছেন ১৫টি। পেরেজের আশা, রোনালদোর ফাঁকাস্থান ভরাট করতে সালাহকে দলে টানতে পারবেন তিনি।

এদিকে, ইতালি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে চান রিয়ালের সাবেক তারকা গঞ্জালো হিগুয়েন। চেলসির বর্তমান কোচ সারি আর্জেন্টাইন তারকার সাবেক গুরু। নাপোলিতে তার অধীনে খেলেছেন। সম্পর্কের সেই সূত্র ধরেই আবার এক হতে চান তারা। চেলসিতে যাওয়ার ব্যবস্থা করতে এসি মিলানকে অনুরোধও করেছেন হিগুয়েন।

ইতালিয়ান অনলাইন ওয়েবসাইট স্পোর্টস মিডিয়াসেট জানাচ্ছে, জুভেন্টাস থেকে চলতি মৌসুমে এসি মিলানে যোগ দেয়ার পর দলের হয়ে তেমন দাগ কাটতে পারেননি হিগুয়েন। কিছুটা হতাশ আর্জেন্টাইন তারকা, লিগ পরিবর্তন করে নতুন চ্যালেঞ্জ নিতে চান।