অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 603 বার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার আবাসিক হোটেলগুলো তল্লাশি চালাচ্ছে র্যাব।
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে র্যাব-২ এর একটি দল এ তল্লাশি অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক সমকালকে জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, র্যাব সদস্যরা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে অবস্থানরতদের নাম ঠিকানা যাচাই করছেন। কোনও দুষ্কৃতিকারী যেন এসব হোটেলে অবস্থান নিতে না পারে সেজন্য হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হচ্ছে।
রাত ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন আবাসিক হোটেলে র্যাবের তল্লাশি অভিযান চলছিল।
তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
Leave a Reply