অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 575 বার
বরিশাল বিমানবন্দরে দেড় কোটি টাকাসহ দুই চীনা নাগরিক ও তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। চীনা নাগরিক সিজি ও লিং লে পটুয়াখালীর কলাপাড়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। তারা বুধবার বিকেলে আকাশপথে ঢাকায় যাওয়ার সময় বরিশাল বিমানবন্দরের প্রবেশপথে আটক হন।
বিমানবন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন, বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে প্রবেশের সময় তাদের কাছে টাকা থাকার সংকেত পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তখন তাদের আটকে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে বিমানবন্দর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসে।
ওসি জানান, চীনা দুই নাগরিকের সঙ্গে আটক বাংলাদেশি তিনজনের মধ্যে একজন দোভাষী হিসেবে কাজ করেন। তাদের কাছ থেকে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ তাদের কাগজপত্র নিয়ে পটুয়াখালী থেকে রওনা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান ওসি ।
Leave a Reply