ঢাকা মহানগরী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- শহীদ (৫৮) ও মোহিদ (৪৫)। এ সময় তাদের নিকট হতে চার লক্ষ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এই টাকা তারা ভোটারদের মাঝে বিতরণ করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়।

গোয়েন্দা পুলিশের নিকট তথ্য আসে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকজন ব্যক্তি ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে। এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দুপুর আনুমানিক ১৪.৩০টায় শাহজাহানপুর থানা এলাকার আল-বারাকাহ হাসপাতালের সামনে অভিযান চালায় ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম। অভিযানে ৪ লক্ষ টাকাসহ উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিএনপি’র মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।