খেলাধুলা | তারিখঃ ডিসেম্বর ১৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 504 বার
ইউরোপিয়ান লিগ গুলোতে গত মৌসুমে সর্বোচ্চ গোল করে পুরস্কারটা নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি। তবে উয়েফা কর্তৃপক্ষ সেই পুরস্কারটা মঙ্গলবার রাতে লিওনেল মেসির হাতে তুলে দেয়। ফলে সর্বোচ্চ পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার।
এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনার এ সুপারস্টার। পঞ্চমবারের মতো এ পুরস্কার জিতে মেসি ছাড়িয়ে গেছেন এ সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকা চারবার জিতেছেন এই পুরস্কার।
গত মৌসুমে লা লিগায় ৩৬ ম্যাচে ৩৪ গোল করেছিলেন মেসি। আর ইংলিশ লিগে লিভারপুলের মোহাম্মদ সালাহ ৩২ ও টটেনহাম হটস্পারের হ্যারি কেইন ৩০ গোল করেছিলেন। লিগে সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফির পর এবার গোল্ডেন বুট জিতলেন মেসি।
গত মৌসুমে সর্বোচ্চ গোলের পর এ মৌসুমেও লিগে উড়ে চলছেন মেসি। লা লিগায় এখনো সর্বোচ্চ গোল নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে তিনি।
Leave a Reply