খেলাধুলা | তারিখঃ ডিসেম্বর ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 570 বার
ইমাজিং এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল হার দিয়ে শুরু করে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় নুরুল হাসানরা। এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। হংকংয়ের বিপক্ষে মোসাদ্দেকের সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ যুবারা। ম্যাচেও পায় জয়। এবার পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করল মোসাদ্দেক-শান্তরা।
রোববার পাকিস্তানের করাচিতে দেশটির ইর্মাজিং কাপ দলের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৩১০ রানের বড় লক্ষ্য দেয় মোসাদ্দেকরা। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক এ ম্যাচে খেলেন ৭৪ বল ৮৫ রানের দারুণ ইনিংস। এছাড়া ওপেনার জাকির হোসেন করেন ৬৯ রান।
নাজমুল হোসেন শান্ত ৪৯ রান এবং ইয়াসির আলী পরে ৪৬ বলে ৫৬ রান করলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে৩০৯ রান তুলতে পারে।
জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ইর্মাজিং দল ৪৬.৫ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ জয় পায় ৮৪ রানে। স্বাগতিকদের হয়ে খুশদিল শাহ ৬১ রান করেন। এছাড়া অধিনায়ক রেজওয়ান করেন ৪৬ রান। বাংলাদেশ যুবাদের মধ্যে ৩৬ রানে ৩ উইকেট নেন নাঈম হাসান। শাফিউল ইসলাম ও মোসাদ্দেক হোসেন নেন দুটি করে উইকেট।
Leave a Reply