টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিন আঘাতে সাজ ঘরে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ৪ ব্যাটসম্যান।

তবে, উইকেট বাঁচিয়ে রেখে শুধু ধাক্কা সামলে প্রাথমিক প্রতিরোধ গড়েছেন দুই ব্যাটসম্যান ব্রাভো এবং শাই হোপ। তারাও খুব একটা সুবিধা করতে পারেননি, কারণ মাশরাফির বোলিং আঘাতে ব্রাভো ১৯, শাইকে ৪৩ রান করে সাজঘরে ফিরে যেতে হয়।

এর আগের নিজের ৪ ওভারের শেষ বলে কায়রন পাওয়েলকে ব্যক্তিগত ১০ রানে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করলেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান।

নিজেদের ব্যাটিং শক্তিমত্তাকে বিবেচনায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বাগতিক বাংলাদেশও দুই প্রান্তে স্পিনার দিয়ে ম্যাচ শুরু করে। দুই ওপেনার পাওয়েল ও হোপ প্রথম কয়েক ওভার দেখেশুনে কাটিয়ে দিলেও অষ্টম ওভারে কাজের কাজ করেন সাকিব।

বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয় ম্যাচটি। তামিমের ওপেনিংয়ের সঙ্গী নিয়ে কিছুটা মধুর সমস্যা থাকলেও লিটন দাসকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে আছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকারও।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।