সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। গত ২০ মার্চ স্থানীয় সময় সকাল ৮টায় কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলার সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়।
সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ওয়ান স্টপ সেবা প্রদানের লক্ষ্যে শুক্রবার ও শনিবারসহ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ধরনের সেবা প্রদান করা হচ্ছে। সেবাগুলো হলো সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট বিতরণ, আউটপাস প্রদান, সমস্যা শোনা, এনওসি প্রদান, আইনি সহায়তা, গণশুনানি, ডিপোর্টেশন সেন্টার পরিদর্শন ইত্যাদি।