অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 343 বার
গাজীপুরের কাপাসিয়ায় রাসেদুল ইসলাম নামের এক ভুয়া জজ কে আটক করেছে থানা পুলিশ। ২ ডিসেম্বর রাতে উপজেলার বাড়িষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সে দীর্ঘ ৭ বছর যাবৎ নিজেকে ৩য় সহকারী জজ, সাতক্ষীরা পরিচয় দিয়ে স্থানীয় লোকজনকে চাকুরি দেওয়া ও তাদের নামে রুজুকৃত মামলা নিষ্পত্তি/খালাশ/জামিন ইত্যাদি করে দেওয়ার কথা বলে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে অনেকেই তাকে সন্দেহ করেন।
জানা গেছে, রাসেদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে কিছুদিন গাজীপুর জজ কোর্টে প্রাকটিস করেন এবং পরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে (বিজেসি) পরীক্ষা দেন। তবে উত্তীর্ণ হতে পারেননি। দাবি করতে, উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসাবে চাকুরি করেন।
এ বিষয়ে এস আই রাসেল কবির বাদী হয়ে কাপাসিয়া থানার মামলা (ধারা ১৭০/৪২০) দায়ের করেন। পরে রাসেদুল ইসলামকে আদালতে সোর্পদ করা হয়।
Leave a Reply