মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই হারালেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সোহেল রানা। শনিবার দুপুরে সাভারের নয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সোহেলের স্ত্রী ঝুমা খাতুন ও তিন বছরের একমাত্র ছেলে। আশঙ্কাজনক অবস্থায় ফুটবলার সোহেলকে সাভার গণস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদ্য শেষ হওয়া ফেডারেশন কাপে খেলেছেন সোহেল। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শেখ জামাল। এরপর ক্লাব থেকে দুই দিনের ছুটি নিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিলেন সোহেল।

পুলিশ জানায়, সোহেল রানা মানিকগঞ্জের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা আসার পথে নয়াটহাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী ও ছেলে মারা যান। এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম জানান, সদ্য শেষ হওয়া ফেডারেশন কাপে খেলেছেন সোহেল। কাপের মাঝে সোহেল তার দেশের বাড়ি মানিকগঞ্জ যায়। আসার সময় মোটরসাইকেলে করে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে আসছিলেন।