জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 599 বার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে বলে জানিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী।
রোববার দুপুরে সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ এডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)’কে রেজিমেন্টাল কালার প্রদান করেন।
এসময় তিনি রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১ বীর (মেকানাইজড)’ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।
প্যারেড শেষে সেনাপ্রধান সাভার ডিওএইচএস -এর কেন্দ্রীয় মসজিদ, সেনা স্কুল এন্ড কলেজ এবং দুটি লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভার সেনানিবাস এলাকায় সেনা শপিং কমপ্লেক্স এর উদ্বোধন এবং সাভারের খেজুরটেক এলাকায় জেসিওদের জন্য আবাসিক কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Leave a Reply