খেলাধুলা | তারিখঃ নভেম্বর ১৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 461 বার
শুক্রবার প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা । প্রথমার্থে রামিরো ফুনেস মোরির হেডে এগিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা । এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে মেক্সিকোর ইসাক ব্রিজুয়েলার ‘উপহার’ দেওয়া গোল। এস্তাদিও মারিও কেম্পেস স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারাতে আর্জেন্টিনার জন্য এই দুই গোলই (২-০) যথেষ্ট ছিল।
দিবালার শহরে সফরকারীরা শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয় মিনিটে রাউল জিমেনেজের হেড আর্জেন্টিনার ক্রোসবারে লাগে। এরপর মার্কো ফাবিয়ানের দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন।
শুরুর এই চাপ ধীরে ধীরে সামলে ওঠে মেসিহীন আর্জেন্টিনা। গোলের কয়েকটি সুযোগও পায় তারা। মেক্সিকো গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া বেশ পরীক্ষার মুখে পড়েন এই সময়ে। মার্টিনেজের হেড ঠেকানোর পাশাপাশি ৩৮তম মিনিটে দিবালার দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি।
স্বাগতিকরা গোলের দেখা পায় বিরতির ঠিক আগে। লোকাল হিরো দিবালার ফি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন মোরি।
দ্বিতীয়ার্ধে বেশি খেলা হয়েছে মাঝমাঠে। দুই দলই বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে। কিন্তু মেক্সিকো ম্যাচ থেকে ছিটকে যায় ৮৪তম মিনিটে। ব্রিজুয়েলা নিজেদের জালে বল ঢুকিয়ে দেন।
Leave a Reply