দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ১০০ শতাংশ নতুন কম্পিউটারেই নকল সফটওয়্যারের সন্ধান পেয়েছে মাইক্রোসফট। নকল সফটওয়্যার ব্যবহারের প্রবণতা সম্পর্কে জানতে মে ও জুলাই মাসে এশিয়ার ৯টি দেশ থেকে ১৬৬টি নতুন কম্পিউটার কিনে প্রতিষ্ঠানটি। গবেষণায় দেখা গেছে, দেশভেদে তারতম্য থাকলেও কেনার সময় গড়ে ৮৩ শতাংশ নতুন কম্পিউটারেই নকল সফটওয়্যার ইনস্টল করা রয়েছে। ভারত থেকে কেনা কম্পিউটারে ৯১ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৯০ শতাংশ, তাইওয়ানে ৭৩ শতাংশ, সিঙ্গাপুরে ৫৫ শতাংশ এবং ফিলিপাইনে ৪৩ শতাংশ কম্পিউটারে নকল সফটওয়্যারের সন্ধান মিলেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস