হাইটেক | তারিখঃ নভেম্বর ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 560 বার
গত বছর ভাঁজক্ষম স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছিল স্যামসাং। কিন্তু চুপিসারে স্যামসাংয়ের আগেই ‘ফ্লেক্সপাই’ নামের ভাঁজ করতে সক্ষম স্মার্টফোন উন্মুক্ত করেছে ‘রয়াল’ করপোরেশন। চীনে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি প্রদর্শনও করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এটিই বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, স্মার্টফোন নয়, নমনীয় স্ক্রিন নির্মাতা হিসেবেই পরিচিত ‘রয়াল’। ৭.৮ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটি সোজা অবস্থায় দেখতে ট্যাবলেটের মতো। তবে বইয়ের মতো ভাঁজ করলেই তিনটি আলাদা স্ক্রিনে ব্যবহার করা যাবে। অর্থাৎ মলাটজুড়ে স্ক্রিন ব্যবহারের পাশাপাশি ভেতরে দুটি আলাদা স্ক্রিন দেখা যাবে। গতকাল থেকে চীনের বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। র্যাম ও ধারণক্ষমতার বিচারে স্মার্টফোনটি কিনতে গুনতে হবে এক হাজার ২৯০ থেকে এক হাজার ৮৬৩ ডলার।
Leave a Reply