অর্থনীতি | তারিখঃ নভেম্বর ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 416 বার
করদাতারা অন্যান্যবারের মতো এবারও পুরোনো ফরমে তাঁদের বার্ষিক আয়করী বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে, কর কর্মকর্তারা পুরোনো ও নতুন দুই ধরনের ফরমে আয়কর বিবরণ গ্রহণ করবেন।
এনবিআরের এক আদেশে বলা হয়েছে ব্যক্তি পর্যায় ছাড়াও কোম্পানির ক্ষেত্রেও নতুন ও পুরোনো দুই ফরমেই রিটার্ন দেওয়া যাবে। ব্যক্তি ও কোম্পানি করদাতা ছাড়া অন্য করদাতাদের ক্ষেত্রে যেমন, এনজিও, ফার্ম, ব্যক্তিসংঘ ইত্যাদি ২০১৮-১৯ কর বছরে শুধু নতুন ফরমে রিটার্ন দাখিল করতে হবে। তবে যেসব করদাতারা ইতিমধ্যে পুরোনো ফরমে রিটার্ন দাখিল করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে নতুন ফরমে রিটার্ন দিতে হবে না।
করদাতারা নতুন ফরম সহজেই পূরণ করতে পারেন। তবে পুরোনো ফরমে অনেকে অভ্যস্ত হওয়ায় এবারও তাঁদের জন্য পুরোনো ফরম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ২০১৬ সালে নতুন আয়কর বিবরণী ফরম চালু করা হলেও তখন থেকেই পুরোনো ফরমেও রিটার্ন জমা দেওয়া যেত।
এনবিআর সূত্রে জানা গেছে, গত বছর ব্যক্তি শ্রেণি পর্যায়ে ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ জন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রিটার্ন জমা দেন। রিটার্ন জমা দিয়ে তাঁরা আয়কর দেন ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। উল্লেখ্য, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত এই পাঁচ মাস রিটার্ন দেওয়ার নির্ধারিত সময়। আগের মতো এখন আর সময় বৃদ্ধি করার সুযোগ নেই।
Leave a Reply