নিজের মানুষ মারা গেছে, আর তার লাশ দাফনের জন্য নিয়ে বাড়ি যাচ্ছিলেন আত্মীয়স্বজন। কিন্তু রক্ষা পেল না লাশবাহী অ্যাম্বুলেন্সও। অ্যাম্বুলেন্সের ভেতরে চলছে স্বজনদের মাতম। কিন্তু তাতে কী, সেই অ্যাম্বুলেন্সের চালককে নামিয়ে মারধর করতে ছাড়লো না কিছু শ্রমিক।
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি নামক স্থানে সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মাধপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউপি সদস্য নারায়ণ কর্মকার জানান, তার বড়ভাই বাদল কর্মকার রোববার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে সিলেট থেকে লাশ অ্যাম্বুলেন্সে করে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামে আসার সময় আউশকান্দি নামক স্থানে পৌঁছালে ৫/৬ জনের একদল শ্রমিক তাদের লাশবাহী অ্যাম্বুলেন্স আটক করে চালককে নামিয়ে ব্যাপক মারধর করে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা তাদের স্বজনরা চিৎকার করে চালককে মারতে অনুরোধ করলেও তাদের মন গলেনি।

পরে স্থানীয় কিছু লোকের অনুরোধে শ্রমিকরা অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেয়। একটি স্বাধীন দেশে লাশ নিয়ে যেতে দেওয়া হয় না এটা কি ভাবা যায়। আমরা কোন দেশে বাস করি। এভাবে কথাগুলো বলে বিচার দাবি করেন জগদীশপুর ইউনিয়নের ইউপি সদস্য নারায়ণ কর্মকার।