জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ২৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 519 বার
‘আমরা বড় বিপদে আছি, আপনারা আমার আব্বুকে বাঁচান। আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারি আমার আব্বুকে। যাতে তাকে আবার প্রাণ ভরে আব্বু বলে ডাকতে পারব। সবার কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, আপনারা আমার আব্বুর চিকিৎসার জন্য একটু সাহায্য করুন। প্লিজ, আমাদের আব্বুর জন্য সবাই দোয়া করুন।’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মাউশি মহাপরিচালক মাহবুবুর রহমানের ছেলে প্রিননের এ আর্তি।
প্রিনন বলেন, ‘আব্বুর চিকিৎসায় সব মিলিয়ে প্রতিদিন ১৭-২০ লাখ টাকা খরচ হচ্ছে। যেটা আমাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। আমরা দুই ভাই-বোন এখনও পড়াশোনা করি। এতদিন মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্নজনের সহায়তায় চিকিৎসা চলছে। কিন্তু এখন আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। তবে, সবার সহযোগিতা পেলে আমার আব্বু সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবে’।
মাউশি মহাপরিচালকের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে প্রিননের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘আজ ২৬/১০/২০১৮ইং তারিখ, আমি প্রিনন চতুর্থ বার আমার বাবার সর্বশেষ অবস্থা আপনাদের জানাচ্ছি…
আব্বুর শারীরিক অবস্থার আরও একটু উন্নতি হয়েছে বলে সিঙ্গাপুরে অবস্থানরত আমার পরিবারের সদস্যগণ জানিয়েছেন। ডাক্তারগন জানিয়েছেন, তাঁর হার্ট ভালো রয়েছে এবং ব্লাড প্রেশারও স্বাভাবিক রয়েছে। এছাড়া রক্তের অক্সিজেন স্যাচুরেশন ৯৪ এর উপরে আছে এবং সর্বশেষ আজ স্থানীয় সময় দুপুর ২.০০ টায় ৯৮/৯৯ আছে। সর্বশেষ গত ২৩ তারিখের এক্সরে রিপোর্ট পর্যালোচনায় ডাক্তাররা বলেছেন, তাঁর ফুসফুসের আরও কিছুটা উন্নতি হয়েছে। ফুসফুসে পূর্বের তুলনায় বাতাস প্রবাহ বেড়েছে, ফুসফুসের টিস্যু দেখা যাচ্ছে এবং অক্সিজেনেশেন এর পরিমান বেড়েছে। আমার পরিবার আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় আব্বুর চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
আপনাদের কাছে বিনীত নিবেদন সবাই তাঁর সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করবেন। মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দয়া এবং আপনাদের সবার দোয়ায় যাতে আবার আমরা আমাদের প্রিয় আব্বুকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে পাই সেই প্রার্থনা করছি…আমীন।
বাবার এ অবস্থায় মাউন্ট এলিজাবেথ এ চিকিৎসা ব্যয় অনেক বেশি তাই আবারও বলছি, আপনারা সকলেই সব সময় পাশে ছিলেন, আছেন এবং থাকবেন আমি জানি। তাই বরাবরের মতো আমি আবারও সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
মহান আল্লাহ্ আমাদের সকলের মঙ্গল করুন।আমীন।
গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল। এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আর্থিক সাহায্য পাঠাতে
আলেয়া ফেরদৌসী
হিসাব নং- 0200000190823
অগ্রণী ব্যাংক, ফরিদপুর ব্র্যাঞ্চ
ফরিদপুর
বিকাশ নং: 01755968580
01726137094
সূত্র-সময় সংবাদ
Leave a Reply