নওগাঁয় অবসরপ্রাপ্ত এক মেজরের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এই মেজরের নাম মাহাতাব-ই-রাজু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁয় বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত এক মেজর তার মা ও বোনদের মারপিট করছে এমন তথ্যের ভিত্তিতে শহরের উকিলপাড়ায় তার বাসভবনে যান নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এরপর হঠাৎ মাহাতাব-ই-রাজু একটি ছুরি দিয়ে হামলা চালায় ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ওসি (তদন্ত) ও উপপরিদর্শক আবু হানিফ আহত হন।