এবার ফাঁস হলো ব্যারিস্টার মইনুল এর ফোনালাপ । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ধ্বসং করতেই ডক্টর কামালকে সামনে আনা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মঈনুল হোসেনের ফাঁস হওয়া এক ফোনালাপের বক্তব্য পাওয়া গেছে। জনৈক মজুমদারের সাথে তার প্রায় আড়াই মিনিটের ওই ফোনালাপে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রসঙ্গেও কথা বলেন তিনি।

মইনুল : কি খবর মজুমদার সাহেব?
মজুমদার : সালামুলাইকুম সাহেব। জি বলুন। কেমন আছেন আপনি?

মইনুল : আছি, কয়েকদিন পরে জেলের ভাত খেতে হবে জন্য অপেক্ষা করছিলাম।

মুজুমদার : ও আচ্ছা।

মইনুল : আজকে তো বেল নিয়ে আসলাম। কেস করেছে দুইটা । আরো একটা নাকি করেছে। মামলা-কামলার নামই তো রাজনীতি। করুক।

মজুমদার : হু….হু…হু…….

মইনুল : একটা মেয়ে লোক যে এতো বাজে হতে পারে আগে জানছিলাম না।

মজুমদার : হু….হু…হু…….। একটা রিউমার উঠেছে যে, আপনি আর কামাল সাহেব নাকি লন্ডনে যাচ্ছেন তারেকের সাথে দেখা করতে।

মইনুল : আরে বাদ দাও …. আমরা তারেকের সাথে দেখা করতে যাবো? আমরা তো তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে নিয়ে আসছি।