অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ১৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 409 বার
টাঙ্গাইলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামের চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন ।
এ ব্যাপারে র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম পরির্তন ডটকমকে বলেন, গোপন সংবাদের মাধ্যেমে র্যাব জানতে পারে রোববার গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় বেশ কয়েকজন চরমপন্থী নেতা একত্রিত হয়ে গোপন বৈঠকের মাধ্যমে নাশকাতামূলক পরিকল্পনা করছিল। এমন সংবাদের মাধ্যেমে র্যাবের একটি টিম সেখানে পৌছলে তাদেরকে লক্ষ্য করে চরমপন্থী নেতারা গুলি ছুঁড়ে। পরে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়।
একপর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। পরে অন্যন্য নেতারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা সেখানে কোন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Leave a Reply