অপরাধ সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 455 বার
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে প্রমাণ ছাড়া আইনী ব্যবস্থা গ্রহণ করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে এসকে সিনহার হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের অভিযোগের অনুসন্ধান বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, কথিত দুই ব্যবসায়ীর নামে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। সেই ঋণের টাকা তাদের হিসাব থেকে কখন, কিভাবে কার হিসাবে গিয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে তথ্য-প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না।
এসকে সিনহার দুর্নীতি বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ইকবাল মাহমুদ বলেন, মন্ত্রী যা খুশি বলতে পারেন। মন্ত্রীর কথায় তদন্তও হবে না, মামলাও হবে না। দুর্নীতির প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না।
সাবেক ওই প্রধান বিচারপতির বিরুদ্ধে দুদক কোনো অভিযোগ অনুসন্ধান করছে কি না- এই প্রশ্নের জবাবে দুদক প্রধান বলেন, এ জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তবে চার কোটি টাকা কথিত দুই ব্যবসায়ীর হিসাব থেকে অন্য কারো হিসাবে স্থানান্তরের একটি অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে- এ নিয়ে দুদকের আইনজীবীর বক্তব্য প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে কথা বলার জন্য আইনজীবীকে কোন নির্দেশনা দেওয়া হয়নি। এ নিয়ে যদি কোন আইনজীবী বলে থাকেন সেটি হবে তার ব্যক্তিগত বক্তব্য।
Leave a Reply