অর্থনীতি | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 776 বার
গত ৫ বছরে বিশ্বে সানগ্লাস রফতানি বাড়ছে ২০ ভাগ হারে। গতবছর এধরনের পণ্যটির রফতানির পরিমান ছিল ৭.১ বিলিয়ন ডলার। আর প্রতিবছর সানগ্লাসের রফতানি মূল্য বাড়ছে শতকরা ২ ভাগ হারে। বিশ্বে সানগ্লাস রফতানিতে শীর্ষে আসে ইউরোপের দেশগুলো। গত বছর ইউরোপের দেশগুলোতে ৩.৮ বিলিয়ন ডলারের সানগ্লাস রফতানি হয়েছে। যা রফতানিকৃত সানগ্লাসের ৫৩.৯ ভাগ। মজার ব্যাপার হচ্ছে সানগ্লাসের দ্বিতীয় বড় রফতানি বাজার হচ্ছে এশিয়ার দেশগুলো। এশিয়ায় রফতানি হয়েছে মোট রফতানির ৩৯.৪ ভাগ। বাকি ৬.১ ভাগ হয়েছে উত্তর আমেরিকায়।
বিশ্বে ১৫টি দেশ সানগ্লাস রফতানিতে এগিয়ে আছে তবে শীর্ষে রয়েছে ইতালি। গত বছর ইতালি একাই ২.৭ বিলিয়ন ডলারের সানগ্লাস রফতানি করেছে। এরপর চীন ১.৭, হংকং ৮২৩ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ৪১১.৮ , ফ্রান্স ২০৭ , জার্মানি ২০০.৮, ব্রিটেন ১৬৯.৭, নেদারল্যান্ড ১৪১.৮, জাপান ১২৪.২৪, তাইওয়ান ৮২.৬, স্পেন ৮১.৬, সুইজারল্যান্ড ৪৬.৯, অস্ট্রিয়া৪১.২, চেক রিপাবলিক ৩৫.৪ ও দক্ষিণ কোরিয়া ৩৪.৭ মিলিয়ন ডলারের সানগ্লাস রফতানি করে। এ ১৫টি দেশ ৯৫.৬ ভাগ সানগ্লাস রফতানি করে গতবছর। দক্ষিণ কোরিয়া, হংকং, স্পেন ও জাপান সানগ্লাস রফতানিতে দ্রুত শীর্ষে চলে এসেছে। তবে ইতালির ধারেকাছে কেউ নেই। আরো মজার ব্যাপার হচ্ছে ইতালি সবচেয়ে বেশি সানগ্লাস রফতানি করেছে ইরানে। এবছর ফার্সি বছরের প্রথম চার মাসে ইতালি ইরানে ৯ লাখ ৩৬ হাজার ৮৪৩ ডলারের সানগ্লাস রফতানি করেছে। ইরানে স্পেন, ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স, চীন ও জার্মানিও সানগ্লাস রফতানি করছে। ফিনান্সিয়াল ট্রিবিউন
Leave a Reply