অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1848 বার
শেরপুরের নকলায় চারদলীয় জোট সরকার আমলের শীর্ষ সন্ত্রাসী গজারিয়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র আফজাল হোসেন ওরফে ‘কোপা বাবু’কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি বিএনপি জোট সরকারের আমলে নকলা উপজেলায় সন্ত্রাসী তাণ্ডব করেছে। বর্তমান পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নকলা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের দায়ের করা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও শেরপুর সদর থানার দ্রুত বিচার আইনের ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কোপা বাবু দীর্ঘদিন নিরুদ্দেশ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে নকলা থানা পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে।
Leave a Reply