অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1094 বার
বরিশালের বানারীপাড়ায় স্ত্রীর সঙ্গে শ্বশুরের অনৈতিক সম্পর্কের কারণে স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার গভীর রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ছেলে বিষয়টি জানতে পেরে মান সম্মানের ভয়ে স্ত্রীকে ফেরাতে নানা ভাবে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্ত্রীকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনার দিন বুধবার রাতে ছেলে শ্বশুর বাড়িতে যান। এর আগেই সেখানে তার বাবা বেড়াতে গিয়ে পুত্রবধূর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হন। বিষয়টি নিজ চোখে দেখতে পেয়ে ক্ষোভ, অপমান ও লজ্জায় শ্বশুর বাড়িতেই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ছেলে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply