অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 805 বার
পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
এর আগে পুলিশ দুই দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে। ছাত্রদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানির পর আদালত বিশ্ববিদ্যালয় ছাত্রদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার ওই ২২ শিক্ষার্থীর প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
Leave a Reply